জামালপুরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত-JB Bangla Tv

সৈয়দ মুনিরুল হক নোবেল জামালপুর জেলা প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) এর সহযোগিতায় এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র আয়োজনে বুধবার সকালে জামালপুর শহরের পিটিআই এর সামনে দিবসটি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্যকালে এডাব জামালপুর জেলা শাখার সভাপতি, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র প্রধান নির্বাহী ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) এর সদস্য মোহাম্মদ এনামুল হক জানান, বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে মানুষকে একটা দিন গাড়ি বাদ দিয়ে হাঁটা, সাইকেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এবং শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে গাড়িমুক্ত দিবস পালন করা হয়। ১৯৬২ সাল থেকে ডেনমার্কের কোপেনহেগেন শহরে সড়কে গাড়ি চলাচল বন্ধ করে শুধুমাত্র পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর ইউরোপে এ ধারণাটির প্রসার ঘটতে শুরু করে। ৭০ দশকে জ্বালানি সঙ্কটের সময় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিষয়টি আরো ব্যাপকতা লাভ করে। ৯০ দশকে বিশ্বব্যাপী কারফ্রি সিটি নেটওয়ার্ক গড়ে ওঠে। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর বিশ্বের ৩৩টি দেশের প্রায় ১হাজার শহরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়। এখন প্রতিবছর প্রায় ৪ হাজার শহরে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসটি পালিত হয়ে থাকে। এদিকে ২০০৬ সাল থেকে বেসরকারি উদ্যোগে বাংলাদেশে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন শুরু হয়। ২০১৬ সালে প্রথমবারের মতো ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর সমন্বয়ে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে ঢাকা শহরের মানিক মিয়া এভিনিউ এ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন করা হয়। ২০১৭ সালে সরকারি-বেসরকারি ৪৯টি সংগঠন এবং ২০১৮ সালে সরকারি-বেসরকারি ৫১টি সংগঠন এবং ২০১৯ সালে সরকারি-বেসরকারি ৫৯টি সংগঠনের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপন করা হয়। তিনি বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরতে গিয়ে আরও জানান, ঢাকা ব্যস্ততম শহরগুলোর একটি। যেখানে যানজট নিত্যদিনের অন্যতম সমস্যা। দূষণ, দুর্ঘটনা ছাড়াও যানজটে প্রতিদিন লাখ লাখ কর্মঘন্টা নষ্ট, জ্বালানির অপচয় ও যাতায়াত সমস্যার একটি অন্যতম প্রধান কারণ ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি। ঢাকা শহরের অধিকাংশ যাতায়াত হয় ২ কিলোমিটারের মধ্যে। এই স্বল্প দুরত্বেও যাতায়াতের জন্য সাইকেল ও হেঁটে নিরাপদে চলাচলের পরিবেশ তৈরি করা এবং অধিক দূরত্বের জন্য গণপরিবহন নিশ্চিত করা গেলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। নেদারল্যান্ড, জার্মানি এবং জাপানের মতো উন্নত দেশগুলোতে গাড়ির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে সাইক্লিং, হাঁটা এবং গণপরিবহন ব্যবহারে সাধারণ মানুষকে উতসাহিত করা হচ্ছে। ইতিমধ্যে মেট্রোরেল, বাস রেপিড ট্রানজিট, বাসরুট ফ্রান্চাইজেশন, প্রয়োজনীয় সড়ক অবকাঠামো নির্মাণ এবং মানসম্মত ফুটপাত তৈরিসহ বিভিন্ন ধরনের কাজ চলমান রয়েছে। এগুলো সম্পন্ন হলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপনের মাধ্যমে এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব। আসুন ২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষ্যে আমরা একটি দিনের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা থেকে বিরত থাকি। পরে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এডাব জামালপুর জেলা শাখার সভাপতি, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র প্রধান নির্বাহী ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট) এর সদস্য মোহাম্মদ এনামুল হক। সঞ্চালনা করেন, এডাব জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন, রশিদপুর বটতলা সিবিও সংগঠনের নির্বাহী পরিচালক মোছাঃ মোস্তাকিমা আক্তার, প্রত্যাশা মহিলা উন্নয়ন সমিতির সভাপতি শামীমা বেগম রুবি, জিগাতলা অপূর্ব মহিলা সমিতির সভাপতি সাইদা বেগম শ্যামা, এডাব জামালপুর জেলা শাখার কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, রশিদপুর বটতলা সিবিও সংগঠনের সদস্য মাহমুদা বেগম, রাহাত, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র সদস্য তুহিন মিয়া, শহিদুল ইসলাম এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)র বাড়ি বাড়ি ও ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পরিচ্ছন্ন কর্মীবৃন্দ।

Post a Comment

0 Comments