জামালপুরের শ্রীপুর ইউনিয়ন শাখা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


 সৈয়দ মুনিরুল হক নোবেল 

জামালপুর জেলা প্রতিনিধিঃ


জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন শাখা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

১১ অক্টোবর সোমবার শ্রীপুর কুমারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৫ টায় এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের উদ্বোধক করেন, জাতীয় পার্টির সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ ইয়াছিন আলী আকন্দ। 

১০ নং শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান। 

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুব সংহতির সভাপতি এডভোকেট আনিছুর রহমান মানিক, জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক পাটির আহবায়ক আব্দুল মালেক, জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা মৎস্যজীবি পার্টির সভাপতি আকরাম হোসেন, জেলা জাতীয় আইনজীবি ফেডারেশনের সদস্য এডভোকেট বাবর আলী খান, জেলা জাতীয় পার্টির সদ্যস জাহাঙ্গীর আলম প্রমূখ। 

প্রধান বক্তা হিসেবে জামালপুর সদর উপজেলা শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিজুল হক টুলু।  বিশেষ বক্তা হিসেবে জাতীয় তরুন পার্টির জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় জেলা ছাত্র সমাজের আহবায়ক সেফায়েত খান সুপ্ত ও জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান জনি। 


বক্তব্য রাখেন, শহর শাখার সদস্য সচিব লুৎফর রহমান, শহর জাতীয় পার্টির আহবায়ক শাহাজাদা চৌধুরী, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ দুলাল ও সাধারণ সম্পাদক শামীম সেক, ৬নং নরুন্দি ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক এমএ হালিম, সদর উপজেলা শাখা জাতীয় পার্টির সম্পাদক মফিজ উদ্দিন লেবু। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন সেলিম

অপরদিকে ১০ নং শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক ত্বাবধানে সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে আব্দুল খালেক মাষ্টারকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

Post a Comment

0 Comments