দ্বিতীয় বারের মতো বিকেএমইএ পরিচালক নির্বাচিত হলেন কবির হোসেন

নারায়ণগঞ্জের বিভিন্ন ব‍্যবসায়ী মহল সুধী জন সহ এলাকাবাসী বন্ধু মহলের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সহ- সভাপতি ও বিকেএমইএর পরিচালক মো. কবির হোসেন। দ্বিতীয় বারের মতো বিকেএমইএ পরিচালক নির্বাচিত হওয়াতে সর্ব মহলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোরপর সুধীজনদের ভালোবাসা সিক্ত হয়ে তিনি অভিমত প্রকাশে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মো. কবির হোসেন বলেন, আমি ঋনী তাদের কাছে যারা আমাকে সুযোগ‍্য মনে করে বিকেএমইএ মতো দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বৃহত্তর সংগঠনের একটি বিশাল দায়িত্বে আমার উপর নেস্ত করেছেন। আমি চীর কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাকে প্রতিটি সৎ কর্মে অভিনন্দন সহ শুভেচ্ছা জানিয়ে অনুপ্রাণিত করেছেন। তিনি আরোও বলেন, আমি সহ আমাদের কমিটির সকলেই মহাখুশি বিকেএমইএ পরিচালনা পর্ষদে ২০২১-২৩ মেয়াদের সুযোগ‍্য সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি কে আমাদের কর্ণধার হিসেবে পেয়ে সেই সাথে বিকেএমইএ পরিচালনা পর্ষদে ২০২১-২৩ মেয়াদে ৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি পদে মনসুর আহমেদ, সহ-সভাপতি ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, আখতার হোসেন অপূর্ব, আশিকুর রহমান ও সহ-সভাপতি(অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল সহ সমমনা পরিচালকদের মতো একটি শক্তিশালী কমিটি পেয়ে আমি আনন্দিত। “শুকরিয়া আলহামদুলিল্লাহ্ “এরজন‍্য মহান আল্লাহ্ পাক রাব্বুল আল আমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের নব নির্বাচিত কমিটির প্রধান কর্ণধার পরপর ৬ বারের নির্বাচিত সভাপতি নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আলহাজ্ব একেএম সেলিম ওসমান এমপি সহ কমিটির সকলের জন‍্য সবারকাছে দোয়া ও সহযোগিতার দরখাস্ত রইলো। সভাপতি ছাড়া ও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, পরিচালনা পর্ষদে নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি পদে মনসুর আহমেদ । সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, আখতার হোসেন অপূর্ব ও আশিকুর রহমান। এছাড়া সহ-সভাপতি(অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল। ১১ অক্টোবর বিকেএমইএ ঢাকা কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতৃবৃন্দেও নাম ঘোষণা করা হয়। বিকেএমইএ পরিচালনা পর্ষদ (২০২১-২৩) নির্বাচন উপলক্ষ্যে গত ১৪ আগস্ট নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠিত হয় । উক্ত বোর্ড ১৭ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ ছিলো ৩ ও ৪ অক্টোবর। ৩ অক্টোবর কোনো উদ্যোক্তাই মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ৪ অক্টোবর সম্মিলিত নীট ফোরামের পক্ষে মোট ৩৫ টি মনোনয়নপত্র সংগ্রহ করেন নীট ফোরামের সদস্যবৃন্দ এবং নির্ধারিত দিন০৭ অক্টোবর প্রার্থীরা উক্ত ৩৫ টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেন। ১০ অক্টোবর উক্ত ৩৫ জনকে চূড়ান্ত মনোনিত প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচন বোর্ড। উল্লেখ্য, বিকেএমইএ’র‘এজিএম-২০২১’ এ পরিচালনা পর্ষদেও সদস্য সংখ্যা ২৭ থেকে ৩৫ জনে উন্নীত করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং তা বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি’র মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে অনুমোদিত হয়। এরই প্রেক্ষাপটে বিকেএমইএ পরিচালনা পর্ষদের ৩৫ টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে।

Post a Comment

0 Comments