শহীদুজ্জামান আতিফঃ
অযত্ন ও অবহেলায় নষ্ট হতে বসেছে আইইটি স্কুল মোড়ে অবস্থিত বাঙালির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত ভাস্কর্য “শ্রেষ্ঠ সন্তান”। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে অবস্থিত এই ভাস্কর্যটি।
ভাস্কর্যের গায়ে লাগানো একটি ফলকে লেখা রয়েছে শ্রেষ্ঠ সন্তান ‘ভাষ্কর অখিল পাল’। আরেকটি ফলকে লেখা রয়েছে শ্রেষ্ঠ সন্তান। পরিকল্পনা ও বাস্তবায়নে নারায়ণগঞ্জ পৌরসভা। তারিখ ২৬ মার্চ ২০০৯ইং।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই নির্মিত হয়েছিল ভাস্কর্যটি। আজ শুক্রবার (২২ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাস্কর্যের চুনকাম উঠে গিয়ে জরাজীর্ণ অবস্থা। এর সারা গায়ে জমে আছে ধুলো-বালি, পড়েছে শ্যাওলার আবরণ। ভাষ্কর্যের গায়ে চিত্রায়িত টাইলসগুলোও খসে পড়ছে, কয়েকটি ভেঙেও গেছে। এমনকি এর গায়ে লেখা উদ্বোধনী ফলকের একাংশও ভাঙ্গা। ভাস্কর্যটিতে অনেক আগাছাও জন্মেছে। পেছনে ও উপরে বৈদ্যুতিক ও ক্যাবল নেটওয়ার্কের ঝুলে থাকা তার ম্লান করে দিয়েছে ভাস্কর্যের গাম্ভীর্যতা।
মিলন মিয়া নামের একজন স্থানীয় দোকানদার বলেন, ভাস্কর্য নির্মান হয়েছিল আমাদের সামনেই। কিন্তু নির্মানের পরে আর কোনো ধরনের যত্ন বা পরিচর্যা করতে দেখা যায়নি।
তিনি আরো বলেন, আমি প্রতিদিন এ জায়গা দিয়ে আসা-যাওয়া করি। ভাস্কর্যটি যখন তৈরি করা হয়েছিল, তখন অনেকটা গোছানো ছিল। সাদা রংটি তখন অনেক দূর থেকে দেখা যেতও। কিন্তু নিয়মিত পরিচর্যা না করায় দিন যত যাচ্ছে ভাস্কর্যের গায়ে ধুলা বালিতে নিজ সৌন্দর্য হারাচ্ছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরজু ভূইয়া বলেন, এর দেখভালের দায়িত্ব সিটি করপোরেশনের হলেও দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে। এই ভাষ্কর্যের পাশেই রয়েছে একটি স্বনামধন্য বিদ্যালয়। এখানকার কোমলমতি শিক্ষার্থীদের মনে এটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে উদ্ভুদ্ধ করে তোলে। তাই দ্রুত এর রক্ষনাবেক্ষনের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এডভোকেট নুরুল হুদা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের স্বাক্ষী। এর আগে নাম ফলক ভাঙ্গার পর সিটি করপোরেশনকে অবহিত করলেও আজ পর্যন্ত তার সংস্কার করা হয়নি। ভাষ্কর্য স্থাপন হলেও এর দেখভাল করে না কেউ। আমি দ্রুত এর রক্ষনাবেক্ষন ও সংস্কারের দাবি জানাই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর জমসের আলী ঝন্টু বলেন, আমি কয়েকদিন থেকে অসুস্থ্য। ভাষ্কর্যের বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। পরে আমি দেখে এ সম্পর্কে রিপোর্ট করবো।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিনকে ফোন দিলে তিনি বাহিরে আছেন, পরে কথা বলবেন বলে জানান।
সূত্রঃ নারায়ণগঞ্জ টাইমস
0 Comments