জঙ্গীদের কোন ধর্ম নাইঃ ‌মেয়র আইভী


 JB Bangla: 

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলী‌গের উ‌দ্যো‌গে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

মানববন্ধ‌নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভী বলেন, বঙ্গবন্ধুর আওয়ামীলীগ সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নয়। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসি।তাই আমাদের প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে দেশের উন্নয়ন কাজ করছে। ঠিক তখনই একটি কুচক্রী মহল এই বাংলার জনগনকে প্রতিহত করার জন্য দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করছে। 

শনিবার (২৩ অক্টোবর) সকাল দশটায় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন। 

‌তি‌নি আ‌রো ব‌লেন, জঙ্গীদের কোন ধর্ম নাই। যারা এই কাজ করেছে তারা মুসললাম নয় তারা জঙ্গী। তাই সরকারের প্রশাসনকে বলবো আপনারা কঠোর অবস্থায় আসেন।সম্প্রতির শহর এই নারায়ণগঞ্জ। সেই সম্প্রতির জায়গায় আমরা বিশৃঙ্খলা করতে দিবো না। যারা এই নারায়ণগঞ্জে সম্প্রতির কথা বলে ব্যক্তি আইভিকে নিয়ে রাজনিতি করে তাদেরকে ধিক্কার জানাই। যখন দেশে এরকম ষড়যন্ত্র হচ্ছে তখন আমাদের প্রধানমন্ত্রীর পাশে দারীয়ে ষড়যন্ত্রকে রুখে দাড়ানোর কথা,সেখানে নারায়ণগঞ্জের কিছু চুনকুঠি নেতারা আইভির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে।দেশ যখন অস্থির তখন শহিদ মিনারের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে যারা মিথ্যাচার করে আমি মনে করি তারা দাঙ্গা লাগানোর উস্কানি দিচ্ছে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড.আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ জেলা পূজা কমিটির সাবেক সভাপতি শঙ্কর সাহাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

সূত্রঃ নারায়ণগঞ্জ টাইমস

Post a Comment

0 Comments