শহীদুজ্জামান আতিফঃ
আজ সোমবার (২৫ অক্টোবর) রাত ১০ টায় সোনারগাঁও থানার শাহাপুর ব্রীজের উপরে রাজীব নামক ব্যক্তিকে তারই প্রতিবেশি কয়েকজন ঝগড়া সূত্রে মেরে আহত করে এবং হত্যার চেষ্টা করে। ভুক্তভোগী রাজীব প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনা স্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে রাজীব সোনারগাঁও থানায় গিয়ে অভিযোগ করেন।
অভিযোগের প্রধান আসামী হিসেবে তিনি নাম উল্লেখ্য করেন, ১। শ্রী সুজন (২৮), পিতা- নারায়ণ, ২। শ্রী সুকেন (২৭), ৩। শ্রী পিপল (২২) সহ আরো অজ্ঞাত ৫/৬ জন।
ভুক্তভোগী রাজীব বলেন, বিবাদীগন উশৃঙ্খল, দাঙ্গাবাজ এবং এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত ব্যক্তিবর্গ। আজ রাত ১০ টার দিকে তাদের সাথে আমার ছোট একটা কথা কাটাকাটি হয়। উক্ত বিষয়ের সূত্র ধরে তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি তাদের এই গালাগালি বন্ধের জন্য প্রতিবাদ করলে তারা একত্রে মিলে আমাকে লোহার রড এবং কাঠের লাঠি দিয়ে মারধর শুরু করে যার কারনে আমার সম্পূর্ণ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়।
ভুক্তভোগী আরো বলেন, সুকেন এবং পিপল মিলে আমাকে ধরে রাখে এবং সুজন আমাকে হত্যা করার উদ্দেশ্যে রড দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে। আমি ডানদিকে মাথা সরিয়ে নিলে সেই আঘাত এসে আমার বাম কাধে লাগে। এসময়ে সুকেন আমার কাছে থাকা ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। আমি প্রচন্ড রক্তাক্ত এবং ভীত হয়ে পড়লে সাহায্যের জন্য চিৎকার করি। অপরাধীরা লোকজন আসতে দেখলে আমাকে যেকোনো সময় ক্ষতি করার হুমকী দিয়ে পালিয়ে যায়। আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে এবং সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল থেকে ভুক্তভোগী রাজীব সরাসরি সোনারগাঁও থানায় গিয়ে অভিযোগ করে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করে আইনানুযায়ী তাদের যথাযথ শাস্তির জন্য অনুরোধ করে।
উক্ত অভিযোগটি সোনারগাঁও পুলিশের অধীনে আইনানুগত ব্যবস্থায় প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments