শহীদুজ্জামান আতিফঃ
দেশের বর্তমান সবচেয়ে আলোচিত বিষয় কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপে মূর্তির উপরে পবিত্র কোরআন শরীর রাখার ব্যাপারটি। যার ফলে পুরো দেশব্যাপি আলোড়ন পড়েছে। হচ্ছে দুই ধর্মাবলম্বিদের মধ্যে বাক্য যুদ্ধ। দেখা যাচ্ছে বিভিন্ন সংঘর্ষ। ধর্ম নিয়ে চলছে একে অপরের উপরে কাদা ছোড়াছুড়ি।
কিন্তু সকল ঝল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে কুমিল্লা জেলা পুলিশ প্রমাণসূত্রে অপরাধীদের গ্রেফতার করেছে। আজ দক্ষিন কুমিল্লার শিবির সংগঠনের সভাপতি জয়নাল আবেদিন সহ আরো ৪ জন শিবির কর্মীকে আজ গ্রেফতার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, মূলত সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর উদ্দেশ্যেই কর্মকান্ডটি ঘটানো হয়েছিল।
উল্লেখ্য, গত দূর্গাপূজার সপ্তমীতে কুমিল্লা জেলায় পূজাকে উদ্দেশ্য করে মূর্তির উপরে পবিত্র কুরআন রাখার মাধ্যমে মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিবাদের সৃষ্টির চক্রান্ত করা হয়েছিল। যার প্রতিক্রিয়ায় সারা দেশব্যাপি চলছে হিন্দু -মুসলিমদের হানাহানি। শুধু মাঠ পর্যায়ে নয় বরং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও চলছে দুই ধর্মের লোকেদের মধ্যে বাক্য যুদ্ধ। দেশের বিভিন্ন অঞ্চলে চলছে মারামারি, হানাহানিমূলক সংঘর্ষ।
0 Comments