দেশের সবচেয়ে বিতর্কিত নির্বাচন হয়ে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন





 

শহীদুজ্জামান আতিফঃ 


ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন দিনে দিনে হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বিতর্কিত নির্বাচন । সর্বোস্তরে দেখা যাচ্ছে অনিয়ম। মেম্বার প্রার্থীরা মানছে না নির্বাচন কমিশনের দেয়া নিয়ম শৃঙ্খলা।


এই অনিয়মের তালিকার শীর্ষে ফতুল্লা ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ড। 


নির্বাচনি প্রচারণার মিছিল চলছে। মিছিলে শত শত মানুষের পাশাপাশি উচ্চস্বরে মাইক বাজিয়ে হেনস্তা করা হচ্ছে স্থানীয় সাধারণ মানুষদের। যার অন্যতম ভুক্তভোগী শিশু এবং বৃদ্ধ নারী পুরুষ। 



মিছিল করে মানুষের কাছে নির্বাচনি প্রতীকে ভোট চাওয়া হচ্ছে, কিন্তু মিছিলে মেম্বার পদপ্রার্থীরাই অনুপস্থিত থাকছেন। 


স্থানীয় প্রভাবশালী এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মেম্বার পদপ্রার্থীরা ওয়ার্ডের প্রধান চলাচলের সড়ক গুলো দখল করে চালাচ্ছে নিজেদের উঠান বৈঠক। যার কারনে সাধারণ মানুষ সহ যানবাহনের যাতায়াত ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে। 


ওয়ার্ডের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মেম্বার প্রার্থীদের ৫-১০ টি নির্বাচনি ক্যাম্প। যেখানে সার্বক্ষনিক কিশোরদের তত্ত্বাবধানে সারাদিন ব্যাপি উচ্চস্বরে মাইক দিয়ে গানবাজনা চলছে।


পথঘাট ঢেকে গেছে নির্বাচনি পোষ্টারে। অটোরিক্সায় সারা দিন ব্যাপি চলছে মাইক দিয়ে প্রচারণা। কিন্তু প্রার্থীদের উপস্থিতি নেই কোথাও। 


উল্লেখিত সকল বিষয়গুলো বর্তমানে বিশাল সমস্যায় পরিণত হয়ে দাড়িয়েছে সাধারণ মানুষের জন্য। তাদের দৈনন্দিন জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। 

এই বিষয়ে সাধারণ মানুষ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ এবং সমাধান প্রত্যাশা করছে। 


Post a Comment

0 Comments