মোঃ শহীদুজ্জামান আতিফঃ
দীর্ঘ প্রায় ৩০ বছর পর হতে যাচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। শুরুতে যতটা উল্লাসিত ছিল সাধারণ মানুষ বর্তমানে তাঁর চেয়ে শতগুন বেশি বিরক্ত এবং অতিষ্টতা দেখা যাচ্ছে তাদের মাঝে।
নির্বাচনি প্রচারণায় পদ্ধতিগুলোর উপর বিরক্ত হয়ে অনেকে গালমন্দ করছেন মেম্বার পদপ্রার্থীদের। আবার অনেকে নির্বাচন বিমুখতার সিদ্ধান্তও নিয়ে ফেলছেন।
নির্বাচনে কে কার চেয়ে প্রচারে এগিয়ে, এই বিষয় নিয়েই চলছে সকল মেম্বার পদপ্রার্থীদের মধ্যে প্রতিযোগীতা। উচ্চস্বরে মাইক বাজিয়ে, প্রচারণা মূলক গান বাজিয়ে চলছে নির্বাচনি প্রচারণা। যার ফলে হয়রানীর স্বীকার হচ্ছে সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহিনী বলেন, 'আমার বাচ্চার বয়স দুই বছর। পাশাপাশি আমার শ্বশুর-শাশুরি বৃদ্ধ। দিন নেই রাত নেই, বাড়ির চারপাশে সারা দিন মাইকের উচ্চস্বরের শব্দ। এসব গানবাজনার কারণে আমাদের খাওয়া-ঘুম বন্ধ হয়ে গেছে।'
এক মুদি দোকানদার বলেন, 'দোকানের সামনে স্থানীয় কিশোরেরা মাইক বাজায়। তাদের নিষেধ করতে গেলে হুমকি দেয়, গায়ে হাত তুলতে আসে।'
তিনি আরো বলেন, 'মেম্বারপ্রার্থীরা কি এখন মাস্তানি করে নির্বাচিত হবে?'
উল্লেখিত বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে সাধারণ মানুষ। এই ভোগান্তি থেকে নিস্তার চায় ফতুল্লার সর্বোসাধারণ।
0 Comments