নারায়ণগঞ্জে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক দিয়েছে বিএনপি


 দলের জেলা কমিটির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায়  তার স্থলে নতুন ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’  নিয়োগ দিয়েছে বিএনপি। নির্বাচনকালীন সুনির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে তৈমুর আলম খন্দকার এসব তথ্য জানান।

তৈমুর আলম বলেন, ‘আমি তো নির্বাচন করছি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে দলের কর্মসূচি চলছে। দলের দায়িত্বে থেকে এখন এসব কর্মসূচিতে যুক্ত করে আচরণবিধির প্রসঙ্গ আসে। এ কারণে দলের নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তৈমুর আলম খন্দকার বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের জন্য মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনকালীন তিনি এ দায়িত্ব পালন করবেন।’

গত ৩০ ডিসেম্বর তৈমুর আলম খন্দকারকে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয় বিএনপি। এ বছরের ১ জানুয়ারি এ কমিটি প্রকাশিত হয়। আগামী বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৈমুর আলম খন্দকার।

বিএনপির স্থায়ী কমিটির একটি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জেলার মূল দায়িত্বে থেকে তৈমুর আলম খন্দকার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তুলে ধরেছেন। আবার কেউ-কেউ বিষয়টিকে সামনে আনার পরিকল্পনাও করছিলেন। বিশেষ করে দলের শৃঙ্খলাভঙ্গের কারণে কেন্দ্রীয় একাধিক নেতার অব্যাহতি পাওয়ার পর এই অবস্থায় তৈমুর আলম খন্দকার বহিষ্কারের মুখোমুখি হচ্ছেন- এমন কথাও চাউর হয়েছে।

যদিও দলের কেন্দ্রীয় এক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন তৈমুর আলম খন্দকার।

Post a Comment

0 Comments