চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের পরদিন কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নুর আলম নামে এক সদস্য (মেম্বার) প্রার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুর আলম উপজেলার চাকিরপশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। রবিবার (২৬ ডিসেম্বর) ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজারহাট থানার ওসি রাজু সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে নুর আলম প্রচুর টাকা খরচ করেছেন। টাকা খরচ করেও পরাজিত হওয়ায় সোমবার সকালে স্থানীয় লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নুর আলম অসুস্থ হলে পরিবারের লোকজন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নুর আলমের আগে থেকে হার্টের সমস্যা ছিল বলে পরিবার জানিয়েছে। নির্বাচনে পরাজিত হওয়ায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। বিষয়টি দুঃখজনক।
প্রসঙ্গত, নির্বাচনে নুর আলম তৃতীয় সর্বোচ্চ ভোট পান। ওই ওয়ার্ডে বিজয়ী হন ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী নুরুজ্জামান।
0 Comments