নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)নির্বচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিনা হায়াত আইভীর পক্ষে নির্বাচনী প্রচারণায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনী (ডিবি পুলিশ ও থানা পুলিশ) নারায়ণগঞ্জের রাজনৈতিক ওসমান পরিবারের ঘনিষ্ট নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে। যাদের বাড়িতে অভিযোগ চালানো হয়েছে তারা অভিযোগ করেছে, ডিবি পুলিশ ও থানা পুলিশ বাড়িতে আতঙ্ক সৃষ্টিকরে নৌকার পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করেছেন। তবে এ বিষয়ে এসপি এবং ওসি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
জানা গেছে, সদ্য বিলুপ্ত হওয়া নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদের বাড়িতে বিপুল সংখ্যক পুলিশ ৮ জানুয়ারী শনিবার গভীর রাতে হানা দেয়।
এ সময়ে তাদেরকে আওয়ামীলীগের নৌকার পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করা হয়। একই সঙ্গে নৌকার পক্ষে কাজ না করলে এর পরিণতি ভয়াবহ হবে সেই বিষয়টিও ইঙ্গিত দিয়ে যান পুলিশ।
শনিবার রাত ১০টায় মাসদাইর বেকারীর মোড় এলাকায় সদ্য পদচ্যুত মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নিজ বাড়িতে ১০ থেকে ১৫টি গাড়িতে প্রশাসনের লোক অবস্থান নেয়।
এসময়ে তারা রিয়াদকে খোঁজ করতে গেলে সামনে রিয়াদের ভাতিজা সিয়াম এসে দাঁড়ায়। তাকে রিয়াদের বিষয়ে জিজ্ঞেস করলে সে পুলিশকে জানায় রিয়াদ বাসায় নেই। না সূচক উত্তর পাওয়ায় ৫ থেকে ৬ জন ডিবি পোষাক পরিহিতরা সিয়ামকে এলোপাথারি ভাবে চড়-থাপ্পর মারতে থাকে।
এবিষয়ে হাবিবুর রহমান রিয়াদ তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমি ছাত্রলীগ করি এবং যেহেতু মহানগরের প্রেসিডেন্টের দায়িত্বেও ছিলাম সেহেতু স্বাভাবিক ভাবেই আমি নৌকার পক্ষে কাজ করবো। জননেত্রী শেখ হাসিনা যাকে প্রতীক দিবেন তাঁর পক্ষেই কাজ করবো। ১০ হাজার নেতা কর্মী নিয়ে মেয়র আইভীর পক্ষে ভোট চাইতে প্রচারণা চালানোর সিদ্ধান্তও নেয়া হয়েছিল। কিন্তু তাঁর পূর্বেই আমার পদ বিলুপ্ত হওয়ার বিষয়টি স্থবির হয়ে আছে।
0 Comments