নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত


 নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে শনিবার (৮ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত করে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ চিঠিতে স্বাক্ষর করেন।

বিলুপ্ত এ কমিটির সভাপতির পদে হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদকের পদে হাসনাত রহমান বিন্দু ছিলেন।

নাম না প্রকাশের শর্তে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, ‘হাবিবুর রহমান রিয়াদ ও হাসনাত রহমান বিন্দু স্থানীয় এক এমপির অনুসারী। মহানগর ছাত্রলীগের নেতারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনি কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সমন্বয় কমিটির নেতারা পার্টি অফিসে এসে খোঁজ নিলেও তারা আসেননি। মহানগর ছাত্রলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই- এসব কারণেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এ সিটির নির্বাচন ইভিএমে হবে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

Post a Comment

0 Comments