দৈনিক সময় নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলায় আটক ৩

 

নারায়ণগঞ্জে একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ। এর আগে রাতে দৈনিক সময় নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাভেদ হোসেন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নাসির, আক্তার সহ ২০ জনের নাম উল্লেখ্য করে আরো ২৫ জন অজ্ঞাত দেখিয়ে এই মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি তদন্ত আজিজুল ইসলাম।
আটককৃতরা হলেন, ছোট নাসির, লক্ষন ও কৃষ্ণা।

আজ দুপুরে অর্ধশতাধিক মটরসাইকেলে করে শহরে প্রায় কয়েক দফা মহড়ার পর চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে সিরাজ ম্যানশনের চারতলায় ” দৈনিক সময়ের নারায়ণগঞ্জ” প্রায় শতাধিক দুর্বৃত্ত সেখানে থাকা সাংবাদিক ও স্টাফদের অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেয়। পরে যাওয়ার সময় অফিসে থাকা সিসিটিভির ডিভাইস নিয়ে যায় ও সিসি ক্যামেরা ভাঙচুর করে তারা।

জাভেদ হোসেন জুয়েল জানায়, গত ১১ ফেব্রুয়ারি সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় ত্বকী হত্যা নিয়ে লিড নিউজ ‘যা ছিল খসড়া চার্জশীটে’ সংবাদটি কেন প্রকাশ হয়েছে তার কৈফিয়ত জানতে চান। ‘তোরা আজমেরী ওসমানের বিরুদ্ধে নিউজ করস। কালকের মধ্যে পত্রিকায় এর জন্য ক্ষমা না চাইলে পত্রিকা অফিস জ্বালিয়ে ও সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেয়।

Post a Comment

0 Comments