বন্দরে ২০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২


 নারায়ণগঞ্জের বন্দরে ২০০ বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রাতে থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ডিমাতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুর রশিদ ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওডালা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোহাম্মদ আলী।

র‌্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, কুমিল্লা থেকে পিকআপ যোগে অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসতেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন সংলগ্ন বাগদাদ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে চেকপোষ্ট বসিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে ২০০ বোতল ফেনসিডিল, মাদক বিক্রয়ের নগদ ১৬,২০০/- টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রংয়ের পিকআপ এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments