নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সাজসজ্জা ভেসে গেলো বৃষ্টির পানিতে


 রবিবার (২০ ফেব্রুয়ারী) রাত ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলপনার বিভিন্ন রঙে যখন সুসজ্জিত করা হচ্ছিল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, ঠিক তখন বৃষ্টির পানি সকলের আনন্দে কষ্টের প্লাবণ এনে তুললো।

বৃষ্টিঘন ভাবে সারা দিন কাটার পরে বিকেল থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। কিন্তু বৃষ্টির কারণে থেমে থাকেনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার আয়োজন। সারা দিন ব্যাপি বিশেষ করে সন্ধ্যার পর থেকে নারায়ণগঞ্জ চাষাড়াতে অবস্থিত শহীদ মিনা্র ও তাঁর সামনের সড়ককে সাজানো হয়েছিল আলপনার রঙে। 


কিন্তু বিরূপ আবহাওয়ার বৃষ্টিপাতে সেই আলপনার রঙ শুকানোর পূর্বেই ধুয়ে মুছে গেছে। সর্বোসাধারণ এ বিষয়ে খুবই মর্মাহত।

নারায়ণগঞ্জের এক স্থায়ী বাসিন্দা শাকিল আহমেদ বলেন, "বিষয়টি খুবই খারাপ লাগার মত। ভাষা শহীদদের জন্য শ্রদ্ধা প্রকাশে অনেক উৎসাহ নিয়ে আলপনা করা হয়েছিল। কিন্তু প্রকৃতির সামনে আমরা নিরূপায়।" 

Post a Comment

0 Comments