গত ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে কুমিল্লা জেলার কুমিল্লা সিলেট মহাসড়কের তুতবাড়ি এলাকায় একটি ড্রাম ট্রাক পিছন থেকে একটি সিএনজি কে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকসহ ৫ জন যাএী নিহত হয় এবং আরেকজনকে কুমিল্লায় চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে লাইফ সাপোর্ট এ রাখা হয়।এ মর্মান্তিক দূর্ঘটনা কুমিল্লা সহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
তাৎক্ষণিকভাবে র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লা উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং মাঠ পর্যায়ে গোয়েন্দা তৎপরতার বৃদ্ধি করে। উক্ত ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে বাদি হয়ে নিরাপদ সড়ক পরিবহন আইনে বুড়িচং থানায় মামলা করে। র্যাব হেডকোয়ার্টার ইন্ট শাখার সহোযোগিতায় র্যাব-১১,সিপিসি-২ গত ১৯ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কনেশতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘাতক ড্রামট্রাক চালক রাকিবুল হাসান রাকিব(১৯)কে সনাক্ত ও আটক করতে সক্ষম হয়।
আটকের পর জিজ্ঞেসাবাদে জানা যায়, তার কোন ড্রাইভিং লাইসেন্স নেই। সে ২/৩ বছর আগে ড্রামট্রাকের হেল্পার ছিল এবং গত দেড় বছর ধরে অল্প টাকার বিনিময়ে ড্রাম ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করছে। গ্রেফতারকৃত চালক আরো জানায়, ড্রামট্রাকে যতো বেশি ট্রিপ ততোবেশি টাকা।যার কারণে সে ঘটনার দিন সারা রাত একটানা ট্রিপ মারে ফলে শরীরে ক্লান্তি এবং রাস্তায় কুয়াসা থাকায় দ্রুতগতির ড্রাম ট্রাক হঠাৎ সিএনজি দেখতে পেয়ে ব্রেক করার চেষ্টা করলেও গাড়িটি তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এবং সিএনজিটিকে পিছন দিক থেকে সঝোরে আঘাত করে।ঘটনার পরপরই চালক রাকিবুল ময়নামতি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কুচাইতলি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে আত্মগোপনে চলে যায়।
0 Comments