এসময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭ ও ৮ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম সেলিম ও সবুজ আহমেদ সহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন।
এসময় মেম্বার মেহেদী হাসান বলেন, "আমরা সরকারের বিধি নিষেধ মেনে নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে এসেছি। যেহেতু আমার নির্বাচনি এলাকার সাধারণ মানুষ করোনা পরিস্থিতির কারণে উপস্থিত হতে পারেনি তাই আমি সকলের পক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্প অর্পন করলাম।"
মেম্বার সাহেব সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, "আপনারা যদি সত্যিকার অর্থে ভাষা শহীদদের জন্য কিছু করতে চান তাহলে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ যেনো তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি গরীব মানুষকে সহায়তা করুন।"
উল্লেখ্য, গত ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মেম্বার মেহেদী হাসান। যিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পাশাপাশি একজন বিশিষ্ট সমাজসেবক।
0 Comments