মোঃ শহীদুজ্জামান আতিফঃ
নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জের কাছে মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুর জাহাজ ডুবে গেছে। এতে বালুর জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ এর সাথে সংঘর্ষে দারুল মাকাম-৩ নামের বালুর জাহাজ ডুবে যায়।
এদিকে লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচরে গেছে। সামনের অংশে ছিদ্রও হয়েছে। অর্ধ সহস্রাধিক যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। যাত্রীদের উদ্ধার করতে আরেকটি লঞ্চ সদর ঘাট থেকে রওনা হয়েছে। এই লঞ্চ আসার পর যাত্রীরা আবার গন্তব্যে রওনা হবে।
চাঁদপুর থেকে বালু বোঝাই করে ডেমরাগামী জাহাজটিতে ৬ জন স্টাফ ছিলেন। এদের মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মো. আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) তীরে উঠতে সক্ষম হন। এইর ৪ জন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন। আর লস্কর মো. হৃদয় (১৮) লঞ্চে উঠে পালিয়েছে। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক জানান, নিখোঁজ লস্কর মোহাম্মদ মোতালেব ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির পুত্র।
সূর্যোদয় ও সূর্যাস্ত সময় নদীতে বালু উত্তোলনের বিধি থাকলেও তা উপেক্ষা করে রাতভর বালু লুট করা হচ্ছে। আর রাতে বালু নিয়ে যাওয়ায় সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নৌ-পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া দারুল মাকাম-৩ জাহাজটির মালিক ডেমরা মোহাম্মদ সুমন। পুলিশ তার খোঁজ খবর করছে।
0 Comments