নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ছৈয়াল বাড়ী ঘাট এলাকার ফিরোজ মিয়ার ছেলে হত্যা ও মাদক সহ একাধিক মাদক মামলার আসামি রলি খান এর বিরুদ্ধে এবার চাঁদা চেয়ে না পাওয়ায় দুইজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ১৯ নং ওয়ার্ডের ছৈয়াল বাড়ি ঘাট এলাকায় নাসিকের ব্রিজ নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পালন করছেন মদনগঞ্জ এলাকার আব্দুর রহিম এর পুত্র মাসুদ। সেই সুবাদে একই এলাকার ফিরোজ মিয়ার সন্ত্রাসী পুত্র রলি ও তার সহযোগীরা বেশ কিছু দিন যাবত তদারকির দায়িত্বে থাকা মাসুদের কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় রলি,রাজীব সহ অজ্ঞাত আরও কয়েকজন (বুধবার) ২ মার্চ সকাল ১০ টায় মাসুদকে ছৈয়াল বাড়ী ঘাট এলাকায় নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন রাস্তায় পেয়ে মাসুদের উপর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এবং কুপিয়ে আহত করে। মাসুদকে বাঁচাতে তার ভাই রোমান এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। মাসুদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রলি, রাজিব গংরা দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায়। জানা যায়, রলি তার নিজ শ্বাশুড়িকে হত্যার ঘটনায় কারাবাস করে জামিনে এসে পুনরায় এলাকায় মাদক ব্যাবসা শুরু করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার রয়েছে একাধিক সেলসম্যান, যারা রলির হয়ে বিভিন্ন স্পট ও ব্যাক্তির নিকট মাদক পৌছে দেয়। রলির মাদক ব্যবসায় এলাকার কেউ বাধা দিলে তার বিরুদ্ধে রলির পরিবার জিডি সহ বিভিন্ন মিথ্যা মামলায় আসামি করার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে থাকে। এই বিষয়ে,আহত মাসুদ বাদী হয়ে রলি, রাজীব উভয় পিতা ফিরোজ খান সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
0 Comments