নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজে হবে নবীনবরণ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জসহ দেশের জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এবার স্বাস্থ্যবিধি মেনে যথাযথ বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টায় শুরু হবে তোলারাম কলেজের মূল ক্যাম্পাসে ওই নবীনবরণ উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবে শিরোনামহীন ব্র্যান্ডের শিল্পী ও বাংলাদেশ আইডলের বৃষ্টি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে ‘মানবতার মা’ খ্যাত জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপির। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজের নবীনবরণকে ঘিরে রিতিমত, শিক্ষার্থীদের মধ্যে একটা ভিন্ন অনুভূতি থাকে। পাশাপাশি তোলারাম কলেজ ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও একটি আকর্ষণ থাকে এই নবীনবরণ উৎসবকে ঘিরে। প্রতিবারই নবীনবরণ উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকে দেশের বিভিন্ন বিখ্যাত গানের ব্যান্ড ও জনপ্রিয় শিল্পীরা। তবে, গত দু’ বছর বিশ্বমহামারি করোনা ভাইরাসের কারণে এই উৎসবের আয়োজন করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। তাই এবারের উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনাটা একটু বেশি কাজ করছে। তবে, স্বাস্থ্যবিধি মেনে এই উৎসবে অংশ নেওয়ার অনুরোধ করেছেন সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংসদের ভিপি হাবিবুর রহমান রিয়াদ। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ চেষ্টায় করোনার মহামারি বাংলাদেশে এখন স্বাভাবিক আছে। অন্যান্যে উন্নত দেশ গুলোর থেকে আমাদের দেশ এগিয়ে আছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের নারায়ণগঞ্জ ছিলো বাংলাদেশে করোনার ‘রেড জোন’। সেখানে আমাদের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান এমপি সাহেবের উচ্চমূখি প্রদক্ষেপের কারণে আজ সেই কলঙ্কমুক্ত হয়েছি আমরা। আমাদের ছাত্রদের আইডল একেএম অয়ন ওসমান ভাইরে দিক নির্দেশনায় আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এখনো আমাদের করোনা মহামারি ভয় কাটে নাই। তাই তোলারম কলেজের নবীনবরণ উৎসব ও সাংস্কৃাতিক অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করবেন। প্রত্যেকে মাস্ক পড়া বাধ্যতামূলক। কাউকে মাস্ক ব্যতীত ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না।
0 Comments