ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অষ্টম দিন চলছে। এরই মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, পরের যুদ্ধ হবে তাইওয়ানে, সেটাও আটকাতে পারবেন না বাইডেন।
বুধবার ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া এখন যেভাবে ইউক্রেনে হামলা চালাচ্ছে, ঠিক সেভাবে চীনও আক্রমণ করবে তাইওয়ান।
ফক্স বিজনেস-এর বরাত দিয়ে বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে যেমন বাইডেন প্রশাসন যুদ্ধ আটকাতে পারেনি, ঠিক তেমনই তাইওয়ানকেও বাঁচাতে ব্যর্থ হবে তারা। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং খুব মনোযোগের সাথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেখছেন। বাইডেন প্রশাসনের বর্তমান অবস্থানও তারা দেখছে। এসব দেখেই তারা তাইওয়ানে হামলার পরিকল্পনা একরকম পাকা করে ফেলছে।
এমনকি তিনি আরও বলেছেন, গেল বছর আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও ভালোভাবে পর্যবেক্ষণ করেছে চীন। মার্কিন নাগরিকদের রেখে আমরা কীভাবে আফগানিস্তান ত্যাগ করেছি চীনের প্রেসিডেন্ট সেটাও দেখেছেন। শি অনেক বুদ্ধিমান মানুষ, তিনি যা করতে চান, সেটা করার জন্য এটা অনেক বড় সুযোগ।
রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ট্রাম্প বারবার সমালোচিত হয়েছেন আমেরিকার রাজনৈতিক মহলে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীনও ট্রাম্প একবার পুতিনের পক্ষে কথা বলায় আবারও তার সমালোচনা শুরু হয়। সেসময় তিনি বলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই হত না। তার যুক্তি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে এমন করতেই পারতেন না।
উল্লেখ্য, চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দক্ষিণ চীন সাগরের দ্বীপ তাইওয়ান নিজেদের স্বায়ত্বশাসিত রাষ্ট্র বলে দাবি করে। অন্যদিকে, চীন সরকার মনে করে তাইওয়ান চীনেরই অংশ। বহুবার নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাইলেও তাইওয়ানের দাবি বারবার প্রতিহত করেছে চীন।
0 Comments