নোয়াখালীতে যুবদল নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ


 সদর প্রতিনিধি:


নোয়াখালীতে পুলিশের ওপর হামলার মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের জামে মসজিদ সড়ক এলাকায় যুবদলের নেতা–কর্মীরা এ কর্মসূচি পালন করেছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, আজ বিকেলে যুবদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী জেলা জামে মসজিদসংলগ্ন এলাকায় জড়ো হন। পরে সাড়ে চারটার দিকে তাঁরা নুরুল আমিন খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।


মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি করেন, সাজানো মামলায় নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁরা নুরুল আমিন খানের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তবে মিছিলে যুবদলের পদধারী কোনো নেতাকে দেখা যায়নি।


জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় নুরুল আমিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির আহ্বানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নোয়াখালী জেলা বিএনপি। সমাবেশে যোগ দেওয়ার জন্য বিএনপির নেতা–কর্মীদের একটি মিছিল সার্কিট হাউস সড়ক অতিক্রমের সময় সুধারাম থানা–পুলিশের একটি দল তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ কমপক্ষে আটজন আহত হয়েছেন।


এ ঘটনায় গতকাল রাতে যুবদল নেতা নুরুল আমিন খানসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৫০ জনকে আসামি করে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর আলী মামলা করেন। মামলার পর গতকাল দিবাগত রাত তিনটার দিকে শহরের কলেজপাড়ার নিজ বাড়িতে থেকে পুলিশ নুরুল আমিন খানকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Post a Comment

0 Comments