মা, বাবার খেদমত করলে আল্লাহ কে পাওয়া যায় ----- আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।


 বিশেষ প্রতিনিধি :- বন্দরে পূর্ব হাজীপুর পঞ্চায়েত কমিটির উদ্যোগে আহলে বায়াতের স্মরণে ও কবর বাসির রুহের মাগফেরাত কামনায়  ২৮ শে মার্চ   সোমবার বাদ এশা পূর্ব হাজীপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ ও দোয়া র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান ও আখেরী মোনাজাত পরিচালনা করেন,বড় পীর আব্দুল কাদির জিলানীর পবিত্র বংশধর, তাজুল উলামা কাছাউছা দরবার শরীফ, উত্তর প্রদেশ,ভারত থেকে আঘোত হযরত সৈয়দ মোহাম্মদ নূরানী আল আশরাফী আল জিলানী (মা.জি.আ)। উক্ত  মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।সে তার বক্তব্যে বলেন মা, বাবার খেদমত  করলে আল্লাহ কে পাওয়া যায়,আর তাই তোমরা সর্বদা মা ,ও বাবার খেদমত করবে আর যাদের মা বাবা জীবিত নাই তাদের জন্য দোয়া করবে এটাই বিদান।টাকা পয়সা আজ আছে তো কাল নাই কিন্তু ভালবাসা থাকে চিরকাল।


পূর্ব হাজীপুর পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ শামীম মন্ডল এর সভাপতিত্বে অন্য দের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃহুমায়ন কবির এলিন,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম কাশেম, যুগ্ন সম্পাদক মোঃ আক্তার হোসেন (বি. এ),হাজীপুর বড় পঞ্চায়েত কমিটি সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন সাবেক মেম্বার মোঃ শহীদ হোসেন,  নারায়ণগঞ্জ জেলা আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ ফোরাম এর কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ গোলাম মোর্শেদ রতন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ এর ৪নং ওর্য়াডের এর  মেম্বার মোঃ মাহবুব হোসেন।বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আলহাজ্ব হযরত মাওলানা আবু নাছের মোহাম্মদ মুসা।ও সহ সুপারিন্টেন্ডেন্ট হযরত মাওলানা আব্বাস উদ্দিন ,হযরত মাওলানা ক্বারী ,শেখ মোঃ হাফিজুল রহমান।


পূর্ব হাজীপুর জামে মসজিদ এর পেশ,ইমাম হযরত মাওলানা মুফতি শরীফ মোঃ আবুজাফর এর মাহফিল পরিচালনা অন্য দের মধ্য উপস্থিত ছিলেন, পূর্ব হাজীপুর জামে মসজিদ এর সাধারন সম্পাদক  মোঃ সোহেব হোসেন ,৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক  শাহাবদ্দীন ঢালী, আওয়ামী নেতা রুমান মন্ডল ,নারায়ণগঞ্জ জজ কোর্ট এর এড.মোঃ সাইদুল হাসান (সজীব) প্রমূখ।পরিশেষে নেওয়াজ বিতরন করা হয়। আ

Post a Comment

0 Comments