জামালপুরে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


 সৈয়দ মুনিরুল হক নোবেলঃ


সত্য ও ন্যায় সংবাদ প্রকাশের দৃঢ় অঙ্গীকার নিয়ে জামালপুর থেকে প্রকাশিত  বহুল প্রচারিত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 

দিবসটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী কুটামনি উচ্চ বিদ্যালয় মাঠে, আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ, কেককাটা, আলোচনা সভা, গুণীজন সম্মাননা ক্রেষ্ট প্রদান ও এক মনোজ্ঞ

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩নং মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজমুল হক বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১২নং তিতপল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুর রহমান। সভাপতিত্ব করেন, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল। সঞ্চালনা করেন, এম. আর. আই রাসেল। 

আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শামীম রেজা রিপন, এস. আই ফজলে এলাহী, ১নং কেন্দুয়া ও ১৩নং  মেষ্টা ইউনিয়নের সকল ইউপি সদস্য ও  সংরক্ষিত মহিলা আসনের সদস্যবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত পত্রিকার ২৪জন এজেন্টের মাঝে বিশেষ পুরষ্কার বিতরণ করা হয়। সকল অতিথিবৃন্দের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে আয়োজনকে সাফল্যমন্ডিত করে তোলেন। অন্যদিকে অনুষ্ঠানের শেষে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানস্থলে ব্যাপক দর্শক সমাগম ঘটে। অপরদিকে দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়।

Post a Comment

0 Comments