জাপানি ইয়ামাহার জনপ্রিয় মডেল এমটি ১৫। মডেলটিকে বলা হয় মাস্টার অব টর্ক (এমটি) বাইক। যার থ্রুটলে রয়েছে গতির লাগাম। বিদেশের পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় এটি। বেশ কিছুদিন মডেলটির উৎপাদন বন্ধ ছিল। সুখবর হচ্ছে নতুন করে উৎপাদন শুরু হয়েছে। তবে এবার নতুন রূপে ও শক্তিশালী ইঞ্জিনে বাইকপ্রেমীদের সামনে হাজির হবে।
নতুন ফিচার সমৃদ্ধ এমটি ১৫ এর ডিজাইন এবং ডাইমেনশনে কিছু বদল আসতে পারে। এছাড়া সম্পূর্ণ বদল করা হতে পারে ইঞ্জিনও।
আপডেটেড মডেলের ইয়ামাহা এমটি ১৫ বাইকে নতুনভাবে ডিজাইন করা ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য ব্লুটুথ সিস্টেম রাখা হচ্ছে এই বাইকে। তবে ইঞ্জিনের বিরাট কোনও বদল হয়ত এখনই হবে না।
আগের মতোই ওয়াইজেডএফ আর১৫ ভার্সন ৪-এ মডেলের ১৫৫ সিসির লিকুলড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিন ১৮.৪ পিএস শক্তি এবং ১৪.২ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।
পুরনো মডেলের ইঞ্জিনে ১৮.৫ পিএস শক্তি এবং ১৩.৯ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারত।
জানা গেছে, আপডেটেড মডেলের ইঞ্জিনে ভিভিএ টেকনোলজি ব্যবহার করা হবে। এই টেকনোলজির ফলে রেভ রেঞ্জে পাওয়ার শক্তিশালী থাকবে৷ নতুন ভার্সনে ৬ স্পিড সিকুয়েনশিয়াল ট্রান্সমিশন ব্যবহার করা হবে। থাকবে ডুয়াল চ্যানেল এবিএস থাকবে। আগের মডেলে ছিল সিঙ্গেল চ্যানেল এবিএস।
সর্বাধুনিক এই বাইকে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো হবে।
আপডেটেড ইয়ামাহা এমটি ১৫ বাইকের সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক থাকতে পারে৷ পেছনে থাকবে হোয়াইট রিয়ার সাসপেনশন। এটি মনোশক ইউনিট হিসেবে কাজ করবে। বাইকের অ্যালয় চাকা এবং ডিস্কব্রেক থাকবে।
দামও কিছুটা বাড়বে হয়ত৷ এই বাইকের দাম পুরনো ভার্সনের চেয়ে বেশিই হবে।
0 Comments