নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশের এএসআই ইউনুস মিয়া। কর্মরত আছেন গাজীপুর জেলার জয়দেবপুর থানায়। যিনি বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া বেশকিছু মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন। এ ছাড়া বিকাশের মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া কয়েকটি ঘটনায় অনেক টাকা উদ্ধার করেও প্রকৃত মালিককে বুঝিয়ে দেন তিনি।
তিনি এমন অসাধারণ কাজের মাধ্যমে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের কাছ থেকেও পেয়েছেন একাধিক পুরস্কার। জয়দেবপুর থানার জনবান্ধব ওসি মাহাতাব উদ্দিন বলেন, এএসআই ইউনুস মিয়া প্রযুক্তি সম্পর্কে অনেক দক্ষ। এজন্য থানায় মোবাইল হারানো সংক্রান্ত জিডি হলে ডাক পড়ে এএসআই ইউনুস মিয়ার। তিনি অত্যন্ত সুকৌশলে নিজ দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে অনেক পরিশ্রম করে মরুভূমির মধ্য থেকে যেন সুই খুঁজে বের করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোঃ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি হারানো মোবাইলের আত্মকথা জানিয়ে বলেন, দীর্ঘ ৪ মাস ২৭ দিন পর যে আবার ফোন ফিরে পাব সেটা সত্যিই অবিশ্বাস্য। ১৮ নভেম্বর ২০২১ তারিখে রুম থেকে চোর ফোনটা চুরি করে নিয়ে যায়। দীর্ঘ ৪ মাস ২৭ দিন পর বিস্ময়করভাবে ফোনটি ফেরত পাওয়া গেছে। অজ্ঞাতনামা চোরের কাছ থেকে এই ফোন উদ্ধার করে স্বপ্রণোদিত হয়ে পুলিশ আমাকে খূঁজে বের করে পৌঁছে দিয়েছে। সেজন্য জয়দেবপুর থানার পুলিশকে অভিনন্দন।
এএসআই ইউনুস মিয়া বলেন, অনেক দামি জিনিস হারানোর চেয়ে মোবাইল হারানোর কষ্ট অনেক বেশি। কেননা মোবাইলে প্রয়োজনীয় নম্বর থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। জিডি করার পর ফোন উদ্ধার করে ভুক্তভোগীকে ফোন দিলে তারা অনেকে বিশ্বাসই করতে চান না। মোবাইল নেওয়ার সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সম্প্রতি ছিনতাই চুরির মোবাইল উদ্ধার সর্ম্পকে এএসআই ইউনুস মিয়া বলেন, এটা আমার একার বিস্ময়কর সাফল্য নয় এটা জয়দেবপুর থানার সকল পুলিশের সাফল্য।
0 Comments