সৌদি আরবে প্রবেশে অনুমোদিত টিকা এখন ৯টি


 সৌদি আবরে প্রবেশের জন্য অনুমোদিত করোনা টিকার তালিকায় যুক্ত হল আরো ৫টি। আগের ৪টি ছিল ফাইজার বায়োনটেক, মডার্না, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও জনসন এন্ড জনসন।


এর সাথে নতুন যুক্ত হওয়া ৫টি হল, সিনোফার্ম, সিনোভ্যাক, কোভ্যাক্সিন, স্পুটনিক-ভি ও কোভোফ্যাক্স। অর্থাৎ এখন বাংলাদেশ থেকে চীনের সিনোফার্ম টিকা নেয়ারাও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কোয়ারেন্টিন শর্ত ছাড়াই।


বৃহস্পতিবার ( ৩ মার্চ ) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, যাদের সৌদি ন্যাশনাল আইডি নেই, বা রেসিডেন্ট আইডি (সৌদি রেসিডেন্সি) নেই তারা দেশটিতে প্রবেশ বা ভ্রমণ করতে চাইলে মুকিম ওয়েবসাইটে টিকার তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।

Post a Comment

0 Comments