বন্দর প্রতিনিধি:
বন্দরে পাগলা কুকুরের কামড়ে দুই শিশু মারাত্মক ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো নুসরাত (৫) ও আলিফ (৪)। স্থানীয় এলাকাবাসী আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের বন্দর রুপালী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর রুপারী আবাসিক এলাকার শামীম মিয়ার মেয়ে নুসরাত ও একই এলাকার দিনমজুর শাহীন মিয়ার ছেলে আলিফ তাদের ভাড়াটিয়া বাড়ি সামনে খেলা করছিল। ওই সময় হঠাৎ একটি পাগলা কুকুর দ্রুত দৌড়ে এসে খেলারত অবস্থায় উল্রেখিত শিশু দুইটি শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে শিশু দুইটির চিৎকারের শব্দ পেয়ে বাড়ি অন্যান্য ভাড়াটিয়ারা দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে জখম অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপতালে জরুরী বিভাগে প্রেরণ করে। এলাকাবাসী জানিয়েছে, দীর্ঘ দিন ধরে কুকুর নিধন না হওয়ায় বন্দরে বেওয়ারিশ কুকুরের উৎপাত ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কুকুর নিধনের জন্য নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন ও বন্দর উপজেলা প্রশানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সাধারন জনগন।
0 Comments