নড়াইলে ভূমিদস্যু উৎপলের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী।


 মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি। 


 নড়াইল  সদর উপজেলার কলোড়া ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যুত উৎপল বিশ্বাসের কর্মকাণ্ডে অতিষ্ঠ  হয়ে উঠেছে এলাকাবাসী। ভূমিদস্যুতা,  গাছ চুরি, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্বসহ নানাবিধ  অনিয়ম দূর্নীতি সেচ্ছাচারিতা অভিযোগ  উঠেছে।  তার নানাবিধ অনিয়ম দূর্নীতি সেচ্ছাচারিতা তাকে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার পর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেছে। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী তাকে এক ঘরে করে রেখেছে। তার ভূমিদস্যুতার বিরুদ্ধে  সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ, মিছিল, মানববন্ধন হয়েছে। সুচতুর এই উৎপল তার অবস্থা  বেগতিক দেখে নড়াইল শহরে বাসা নিয়েছে। তবে গোপন বৈঠক করে এলাকায় তার বাহিনী দিয়ে নীরিহ মানুষের বাড়ি থেকে চুরি করে সাধারণ মানুষকে দোষ চাপিয়ে হয়রানি করাচ্ছে। সম্প্রতি তার নিজ বাড়িতে টিউবওয়েল  চুরির অভিযোগে এনে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তার অসত্য চুরির অভিযোগে স্থানীয়রা সাংবাদিক সম্মেলন করে বলেন, তার অপকর্ম ডাকতে এই নাটক করছে। স্থানীয়রা আরো বলেন,উৎপলের দীর্ঘ দিনের এই সব অপকর্ম কুকর্মে সহযোগিতা করেন কিছু কুচক্রী মহল 

 তার এহেন অপকর্মের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন

Post a Comment

0 Comments