জাতীয় ছাত্র সমা‌জের ৩৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।


 র‌বিবার বেলা ১২ টায় চাষাড়া বালুর মাঠ এলাকায় জেলা ও মহানগর ছাত্র সমাজের আ‌য়োজ‌নে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।


এসময় জেলা ছাত্র সমা‌জের সভাপ‌তি‌ শাহাদাত হো‌সেন রুপুর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থির বক্তৃতায় জাতীয় পা‌র্টির প্রে‌সি‌ডিয়াম সদস্য পারভীন ওসমান ব‌লেন,

‌তোমরা অ‌নেক ছোট তোমরা তরুন বয়‌সে রাজনী‌তি‌তে এ‌সে‌ছ। তোমরা প্রথ‌মে রাজ‌নী‌তি‌তে এ‌সে পদপদবী চা‌বে তা হ‌বে না। আ‌গে রাজনী‌তি শি‌খে প‌রে পদপদবী দা‌বি কর‌বে। তোমরা হয়তো জা‌নো এ‌টি এক‌টি পা‌র্টি কিন্তু না এর ঘটনা অ‌নেক, এম‌নি‌তে জাতীয় পা‌র্টি‌তে রূপা‌ন্তিত হয় নি। আ‌গে নতুন বাংলার যুবসংহ‌তি নামছি‌লো সেখান থে‌কে জাতীয় পা‌র্টি নাম আ‌সে। রাজনী‌তি কর‌তে হ‌লে আ‌গে জনগন‌কে ভা‌লোবাস‌তে হ‌বে।

আ‌রো বক্ত‌ব্যে রা‌খেন, নারায়ণগঞ্জ জেলা যুবসংহ‌তির আহ্বায়ক রিপন ভাওয়াল, মহানগর ছাত্র সমা‌জের সভাপ‌তি শাহ আলম সবুজ, জেলা ছাত্র সমা‌জের সাধারণ সম্পাদক র‌বিউল আউয়াল, মহানগর ছাত্র সমা‌জের সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ, জেলা ছাত্র সমা‌জের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হো‌সেন, মহানগর ছাত্র সমা‌জের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপ‌জেলা ছাত্র সমা‌জের আহ্বায়ক ওসমান গ‌নি, সদস্য স‌চিব এস এম না‌ফিজ রহমান, বন্দর উপ‌জেলা ছাত্র সমা‌জের সভাপতি নয়ন সরদার, সাধারণ সম্পাদক পার‌ভেজ আহ‌ম্মেদ প্রমূখ।

Post a Comment

0 Comments