শব-ই-বরাত নাকি হোলি কোন উৎসবে মূখরিত হবে নাঃগঞ্জ


 জেবি বাংলা ডেস্কঃ

আগামী ১৮ই মার্চ সারা রাত ব্যাপি ইবাদাতে মগ্ন থাকবে ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ঠিক একই দিনে নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া সহ বিভিন্ন স্থানে উদযাপিত হবে হোলি উৎস। 

নিসফে শাবান‎ বা লাইলাতুল বরাত হিজরী শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়।

সেই অনুযায়ী আগামী শুক্রবার (১৮ মার্চ) সারা দেশে রাতব্যাপি চলবে শব-ই-বরাতের ইবাদাত।

অন্যদিকে, সনাতন ধর্মে বাঙালির বারো মাসে তের পার্বণের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি উৎস। 

এই বছর দোলযাত্রা পড়েছে ১৮ মার্চ (বাংলায় ৩ চৈত্র)। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। তবে এবছর হোলি পড়েছে ১৯ মার্চ। 

কিন্তু নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ১৮ তারিখে হোলি উৎস পালনের আগাম আয়োজন এবং প্রচারণা।

এ বিষয়টি নিয়ে মানুষের মধ্যে দেখা দিচ্ছে ভিন্ন রকমের মত ও প্রতিক্রিয়া।

বিশ্লেষকদের মতে, যেহেতু সনাতন ধর্মাবলম্বীরা তাদের হোলি উৎস দিনের উদযাপন করে থাকে সুতরাং মুসলিমদের ইবাদাতে সেটার কোনো প্রভাব বিস্তার করবে না। 

বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।  

Post a Comment

0 Comments