জেবি বাংলা ডেস্কঃ
সোনারগাঁও আনন্দ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ১০টিরও বেশি দোকানে আগুন লেগেছে যার মধ্যে ৭টিরও বেশি ছিল গোডাউন।
সোমবার (১৩ মার্চ) রাত প্রায় ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আগুন কিভাবে লেগেছে তা সম্পর্কে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকান্ডের তথ্য পাওয়া মাত্র ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয় সাধারণ মানুষের সহযোগীতায় আগুন নিভায়। কিন্তু ততোক্ষনে ব্যবসায়ীদের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে।
যেসকল দোকান এবং গোডাউন গুলো অগ্নিকান্ডের স্বীকার হয়েছে তাদের মধ্যে ছিল শুঁটকি মাছ, ফল ও সবজি এবং ভোজ্য তেলের গোডাউন অন্যতম।
ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী দোকানদারেরা জানান, "রাত ১০ টার পরে বাজারের সকল দোকান বন্ধ হয়ে যায়। আর আগুন লেগেছে বাজার বন্ধের পরে। যার ফলে কোনো দোকানের মালিকই অগ্নিকান্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না।"
অন্য একজন শুঁটকি ব্যবসায়ি বললেন, "আমি দোকান বন্ধ করে বাসায় যাওয়ার আধঘন্টা পরে শুনলাম আমার দোকানে আগুন লেগেছে। খবর শুনে ছুটে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকান্ডের কারনে আমার প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।"
এ বিষয়ে বাজারের মালিকের সাথে কথা বললে তিনি বলেন, "যেহেতু দোকান গুলোতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই সুতরাং কারেন্ট থেকে আগুন লাগার কোনো সুযোগই নেই। আমার মনে হচ্ছে কেউ পরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ জানাবো।"
আগুন নেভানোর পরে ফায়ার সার্ভিস কর্মীরা ব্যবসায়ীদের কার কি পরিমাণ ক্ষতি হয়েছে তাঁর তথ্যাবলি লিখে নিয়েছেন।
0 Comments