ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর বিশেষ শাখা রেভল্যুশনারি গার্ড বা বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন ‘কৌশলগত স্থাপনা’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। একইসঙ্গে ইসরায়েল যদি হামলার পুনরাবৃত্তি করে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়ে আইআরজিসির দুই সদস্যকে হত্যা করেছিল ইসরায়েল। ধারণা করা হচ্ছে ওই ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছে ইরান।
এর আগে, রোববার ভোররাতে ইরাকের উত্তর কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী ইরবিলে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানায় কুর্দি কর্তৃপক্ষ। এই হামলার জন্য ইরানকে সরাসরি দায়ী করেছেন এক মার্কিন কর্মকর্তা। তেহরানের বিবৃতি প্রকাশের আগে ওই হামলার জন্য ইরানকে দায়ী করেন তিনি।
এদিকে কুর্দিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্র হামলার ফলে ভবন ক্ষতিগ্রস্তের পাশাপাশি একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এ হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরবিলে মার্কিন কনস্যুলেটের নতুন ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। তবে কোনো মার্কিন নাগরিক আহত হননি। তাদের কোনো স্থাপনাও ক্ষতির মুখে পড়েনি।
0 Comments