বগুড়ার গাবতলীতে বাল্যবিবাহ প্রতিরোধ, বিয়ের আসর থেকে কিশোরী উদ্ধার


 জেবি বাংলা নিউজ ২৪ ডেস্কঃ

 বগুড়ার গাবতলী  মডেল থানা পুলিশ জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী দোহার পাড়া গ্রামে বিয়ের আসর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। 

৩০ মার্চ (বুধবার) বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে মধ্যকাতুলী দোহার পাড়া গ্রামে সুমাইয়া নামের মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে 

এ বিষয়ে৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানানো হয়।খবর পেয়ে গাবতলী মডের থানার ওসি সিরাজুল ইসলাম ফোর্সসহ উক্ত গ্রামে পৌঁছে বিয়ের অনুষ্ঠান থেকে সুমাইয়া আকতার নামে ওই কিশোরীকে উদ্ধার করে।

 পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ ও কন্যাপক্ষ পালিয়ে যায়। এ বিষয়ে  ওসি সিরাজুল ইসলাম উপজেলা  নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান হস্তান্তর পূর্বক ভিকটিমের সার্বিক সামাজিক নিরাপত্তা বিষয়টি তদারকি করার অনুরোধ জানানো হয়। ভিকটিমকে সকল প্রকার আইনি সাপোর্ট দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।

Post a Comment

0 Comments