নয়ন ঘোষ
অদ্য ২৪ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী মহোদয় এঁর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এঁর নেতৃত্বে রাজশাহী মহানগরের লক্ষীপুর এবং গোরহাঙ্গা নিউমার্কেট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লক্ষিপুর বাজারের আজমীর ফল ভান্ডারকে ১,০০০/-; রবিন স্টোরকে ২,০০০/-; এবং বিশাল স্টোরকে ৪,০০০/- জরিমানা ও সতর্ক করা হয়। তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহায়তা প্রদান করেন রাজশাহী জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। উক্ত অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকশ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
0 Comments