বেওয়ারিশ লাশ জানাজা পড়ালেন এস,আই আজিজুল হক।


 নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১নং ওয়ার্ড শিমরাইলে  পিকাপ স্টানে (৭০)  বছরের এক বৃদ্ধার বেওয়ারিশ লাশের খবর দেয় সিদ্ধিরগঞ্জ থানায় এলাকাবাসী। 


পড়ে সিদ্ধিরগঞ্জ থানায়  ডিউটিতে থাকা সাব ইন্সপেক্টর  সৈয়দ আজিজুল হক ঘটনাস্থলে গিয়ে দেখে এক বৃদ্ধের মৃতদেহ  সাব-ইন্সপেক্টর আজিজুল হক স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করলে কেউ তার পরিচয় দিতে পারেনি  সেই মর্মে বৃদ্ধার লাশ বেওয়ারিশ হিসেবে চিহ্নিত করা হয় ।  


(৭০) বছরের বৃদ্ধার বেওয়ারিশ লাশটি স্থানীয় লোকজনকে সাক্ষী করে নাসিক ১নং ওয়ার্ডে পাইনাদি কবরস্থানে সাব ইন্সপেক্টর সৈয়দ আজিজুল সশরীরে উপস্থিত থেকে গোর করে ইন্সপেক্টর আজিজুল হক নিজেই জানাজা পড়ান  এতে করে পাইনাদি এলাকায় পুলিশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।  


পাইনাদি এলাকায় স্থানীয়দের  সঙ্গে কথা বলে  যানা গেছে যে পুলিশ কর্মকর্তা যদি সবাই এমন মানবিক দৃষ্টি দিয়ে কাজ করে তা হলেই এই সমাজ ও দেশ পরিবর্তন হবে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ এস আই আজিজুল স্যার একজন ভালো মনের মানুষের পরিচয় দিয়েছেন। 


এই বিষয় সাব ইন্সপেক্টর সৈয়দ আজিজুল হক এর সঙ্গে বিষয় নিয়ে কথা বল্লে বলেন বাংলাদেশ পুলিশ সবসময় মানুষের মঙ্গলের জন্য কাজ করেন,  আমাদের শরিরের যে পোশাক পরিধান করি তা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের সেবা করার জন্য  একটি চিত্র এবং আমারও মানুষ, আজ আমি যা করেছি তা ছিল আমার ডিউটি এবং জানাজা দেওয়া ছিল আমার দায়িত্ব কারণ আমি তা শিখেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ স্যার মশিউর রহমান মহোদয় সবসময় আমাদের বলে থাকেন আমরা জনগণের সেবক আমরা চেষ্টা করি সবসময় জনগণের সেবায় নিয়জিত থাকতে।

Post a Comment

0 Comments