তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, আধুরিয়া এলাকায় একটি পয়েন্টে দুই হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করা হয়। অভিযানের খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে অভিযানে বাধা দেয়, ইটপাটকেল নিক্ষেপ করে। পরে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে তিতাসের আঞ্চলিক ম্যানেজার মিজবাহ উর রহমানসহ ১০ জন শ্রমিক-কর্মচারী আহত হন। পরে উত্তেজিত গ্রামবাসী পুলিশের উপরেও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, ‘একমাস আগে এই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তারা পুনরায় সংযোগ নিয়েছে। যে কারণে আজকে এই অভিযান চালানো হয়েছে। আগামীতেও অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘তিতাস কর্মকর্তারা যখন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান তখন এলাকাবাসী গ্যাস না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
0 Comments