ছাত্রদল সভাপতি রনি ‍আটক, ক্ষমা চেয়ে মুক্তি


 

বরিশাল মহানগর ছাত্রদলের ‘শুভেচ্ছা মিছিলে’ নেতাকর্মীদের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ও তার স্ত্রী পড়ে যাওয়ার ঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতিকে আটক করে পুলিশ। পরে ছাত্রদল সভাপ‌তি অভিযোগকা‌রী‌দের কাছে ক্ষমা চাইলে দুপক্ষের সমঝোতায় রনিকে ছেড়ে দেওয়া হয়।


রোববার (১৭ এপ্রিল) রাতে নগরীর চকবাজা‌র এলাকায় এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিমুল করিম।

প্রত্যক্ষদশীরা জানান, রাত ৯টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থে‌কে বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদ‌লের নবগ‌ঠিত ক‌মি‌টি‌কে শু‌ভেচ্ছা জানিয়ে ‍একটি মিছিল বের হয়। নেতাকর্মীরা মি‌ছিল‌ নি‌য়ে গির্জামহল্লা থেকে চকবাজা‌রে ঢুক‌তে গেলে পু‌লিশ বাধা দেয়।

এরপর বাধা উপেক্ষা ক‌রে চকবাজার এলাকায় মি‌ছিল অতিক্রম করার সময় নেতাকর্মী‌দের ধাক্কায় ‍এক মোটরসাইকেল আরোহী ও তার স্ত্রী রাস্তায় পড়ে যান। ভুক্তভোগীরা তাৎক্ষ‌ণিকভাবে পু‌লিশকে বিষয়‌টি জানালে জেলা ও মহানগর বিএন‌পি কার্যালয়ের সামনে মিছিল শেষে ছাত্রদল সভাপ‌তি রেজাউল করিম রনিকে আটক করা হয়।


এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম জানান, রাত ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রদ‌লের নবগ‌ঠিত ক‌মি‌টিকে শু‌ভেচ্ছা জা‌নিয়ে নগরীতে ‍একটি মিছিল বের করে মহানগর ছাত্রদল। ‍এসময় মিছিলটি চকবাজার থেকে যাওয়ার সময় নেতাকর্মী‌দের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে এক ব‌্যক্তি তার স্ত্রীসহ পড়ে যায়। ভুক্তভোগী ব‌্যক্তি বিষয়‌টি পু‌লিশকে জানালে মিছিল শেষে ছাত্রদল সভাপ‌তি‌ রেজাউল করিম রনিকে আটক করা হয়।

পরে ছাত্রদল সভাপ‌তি অভিযোগকা‌রী‌দের কাছে ক্ষমা চাইলে দুপক্ষের সমঝোতায় রনিকে ছেড়ে দেওয়া হয়।


Post a Comment

0 Comments