ফরহাদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
গতকাল রোজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য, মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা,কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ লোকজ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে এসো ‘হে বৈশাখ, এসো হে’ গানে মুখরিত হয়ে বাংলার নববর্ষকে বরণ করে নিয়ে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,শোভা যাত্রায় সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী সহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা ও মনোঙ্গ লোকজ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল -মারুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ৫ নং ইউ চেয়ারম্যান রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উম্মে সালমা, উপজেলা পৌর আওয়ামী লীগর সভাপতি আহসানুল করিম চাঁদ প্রমুখ। উক্ত আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
0 Comments