জেবি বাংলা নিউজ ২৪ ডেস্কঃ
ফতুল্লা থানার বিসিক শিল্প নগরীর পাশের অবস্থিত আছিনতলা খালটি ফকির গ্রুপ পূনরায় বাশেঁর খুটি দিয়ে খালের অংশ দখল করে নিয়েছে।
তাদের বাধঁ ভেঙ্গে খালে পরে এনায়েতনগর ইউনিয়ন এলাকার (২) টি ওয়ার্ড বৃহত্তর মাসদাইরবাসী সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (১৩) নং ওয়ার্ডের কলেজ রোড, জামতলা, গলাচিপা,মাসদাইর বাজার, শহীদ সাব্বির আলম খন্দকার সড়ক, শেরে বাংলা সড়ক,পুলিশ লাইন,জয়নাল বেপারি সড়ক, গুদারা ঘাট,কাশেম জামাল আবাসিক এলাকা, আল আমিন জামে মসজিদ এলাকাবাসী সামান্য বৃষ্টিতেই জ্বলাবদ্ধতার সম্মুক্ষিন হবে।
এছাড়া সিটি কর্পোরেশনের বৃহ ড্রেনটি ময়লা আর্বজনায় ভরে আছে দেখার কেউ নেই। গত ২০২১ ইং সালের সেপ্টেম্বর মাসে উক্ত এলাকাবাসীকে জ্বলাবদ্ধতা থেকে রক্ষা করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী আছিন তলা খালটি দখল মুক্ত করে খালটিতে জ্মে থাকা কাদাঁ মাটি খনন করে। অত্র এলাকাবাসীকে আশাস্বিত করে ছিলেন চলতি বছরের শুরু থেকে ফকির গ্রুপ বাশেঁর খুটি দিয়ে খালটির অংশ দখল করে ও তাদের বাশেঁর খুটির কিছু অংশ হেলে খালের মধ্যে চলে আসে এবং সিটি থেকে নেমে যাওয়া পানি যেতে বাধাঁগ্রস্থ হচ্ছে ফলে সামান্য বৃষ্টিতেই জ্বলাবদ্ধতার আশংখা করছেন।
খালটি দখল মুক্ত করতে অত্র এলাকাবাসী দ্রুত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর আশু হস্থক্ষেপ কামনা করেছেন।
0 Comments