আতিফ কোচিং একাডেমীর উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

জেবি বাংলা নিউজ ২৪ ডেস্কঃ

আদর্শ চাষাড়ার সর্বোপ্রথম এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত কোচিং প্রতিষ্ঠান ''আতিফ কোচিং একাডেমী''র প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শহীদুজ্জামান আতিফ-এর আয়োজনে শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিল আয়োজন করা হয়। তাছাড়া ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজিত হয়। 

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে, নারায়ণগঞ্জের আদর্শ চাষাড়াতে (নতুন কোর্টের পাশে) ইফতার ও দোয়া মাহফিলটি আয়োজিত হয়। এখানে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি, ধর্মীয় রীতি-নীতি শিক্ষার উদ্দেশ্যে ইফতারের আয়োজন করে। 


অনুষ্ঠানের শুরুতে এসএসসি পরীক্ষার্থীরা একে একে সকল শিক্ষার্থীদের সাথে ধর্মীয় আলোচনা করে এবং পরবর্তীতে তাদের পরীক্ষার জন্য সকলের কাছে দোয়া চায়।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রধান শিক্ষক শহীদুজ্জামান আতিফ বক্তব্য রাখেন। তিনি বলেন, "শিক্ষা জাতির মেরুদন্ড এবং শিক্ষক জাতির দ্বিতীয় পিতা। তোমাদের লেখাপড়ার মাধ্যমে শিখতে হবে কিভাবে প্রকৃত মানুষ হয়। তুমি যদি সঠিক পন্থায় মানুষ না হও তাহলে বড় বড় সার্টিফিকেটও কোনো কাজে আসবে না।"

তিনি আরো বলেন, "এখনকার সমাজে স্কুল নামধারি কিছু ব্যবসায় প্রতিষ্ঠান আছে। তারা শিক্ষার্থীদের ঠিক মতো পড়ায় না, স্কুলে নিয়ে বসিয়ে রাখে, শিক্ষকদের যোগ্যতা নেই, স্কুলের অভ্যন্তরে কোচিং চালায় এবং পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে শিক্ষার্থীদের পাস করায়। এমন সমাজে আমরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সমর্থন ছাড়া শুধুমাত্র নিজেদের যোগ্যতা, পরিশ্রম, মেধা এবং সঠিক শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করার পাশাপাশি ভালো রেজাল্ট করাচ্ছি। এটা আমাদের জন্য অর্জন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।" 


 আলোচনা ও দোয়া শেষে শিক্ষার্থীদের ইফতার প্রদান করা হয়। শিক্ষার্থীরা আনন্দের সাথে ইফতার গ্রহণ করে। ইফতার শেষে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ইফতার হিসেবে বাসার জন্য বিরিয়ানির প্যাকেট প্রদান করা হয়। 

Post a Comment

0 Comments