জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ


 সৈয়দ মুনিরুল হক নোবেলঃ

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ করা হয়েছে। এ উপলক্ষে পহেলা বৈশাখ বৃহস্পতিবার জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বকুলতলা চত্বর থেকে সকাল ১০টায় এক বৈচিত্র্যময়  বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় শিল্পকলা একাডেমি জামালপুরে মিলনায়তনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি। 
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি। 
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোকলেছুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার
জামালপুর সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফ্ফর হোসেন সিআইপি। মোঃ জাহিদুল ইসলাম, এডিএম সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু একাডেমির শিশু কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা, জামালপুর পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, আলী আজাদ মোল্লা, শরীফুল ইসলাম শিমুল, শাহীনূর রহমান শাহীন, রাজিব সিংহ সাহা, সাঈদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, তারিকুল ফেরদৌস ও এম. আর. আই রাসেল। পরে জামালপুর জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এদিকে এ অনবদ্য আয়োজনে জামালপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, শিল্পী, সদস্য ও সুশীল সমাজের সুধীজনরা অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments