বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত


 সৈয়দ মুনিরুল হক নোবেলঃ


'জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় সচেতনতা'  দেশবরেণ্য জাতীয় সাংবাদিক নেতা ও বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের কালজয়ী এই প্রতিপাদ্যে ২৫ মে সকালে বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার আয়োজনে লালদীঘির পূর্বপাড় হোটেল প্যানোয়ার দোতলায় নাহার রেষ্টুরেন্টে এক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার জেলা শাখার সদস্য নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার  জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান। বীথি মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত যুব সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ. এম এরশাদ, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুনিরুল হক নোবেল, এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো চীফ নিজাম উদ্দিন। সমন্বয়ক ছিলেন, নাছির উদ্দীন পিন্টু।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, আজকের বসুন্ধরার বিশেষ প্রতিনিধি আশেক উল্লাহ ফারুকী। এছাড়া অতিথিবৃন্দকে মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, মোহাম্মদ বেলাল হোছাইন। আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, মোহাম্মদ হোসেন সুমন। এসময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, একরামুল হক, আব্দুল হাকিম, শফিউল আলম, জামাল উদ্দীন, সরওয়ার হোছাইন, সায়মন সরওয়ার কায়েস, মোহাম্মদ আদনান, মোঃ ইসলাম সিকদার, আরাফাত প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব  বাংলাদেশ প্রেসক্লাব কক্সবাজার  জেলা শাখার বিভিন্ন উপজেলা কমিটির আহবায়ক ও সদস্যবৃন্দ। সম্মেলনে মিজানুর রহমানকে আহবায়ক, বীথি মোস্তফাকে সদস্য সচিব এবং এম হান্নানকে সদস্য সাংগঠনিক করে এগার সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। 
অপরদিকে সদ্য প্রয়াত বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রামের নেতা সাংবাদিক সেলিম আসলামের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতির মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

Post a Comment

0 Comments