জেবি বাংলা নিউজ ২৪ ডেস্কঃ
সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আতিফ কোচিংয়ে ভোটার হালনাগাদের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) নারায়ণগঞ্জের খাপুরের আদর্শ চাষাড়া এলাকার আতিফ কোচিং একাডেমীতে দুপুর ৩টা থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটারদের জাতীয় পরিচয় পত্রের জন্য যাবতীয় কাগজপত্র সংগ্রহের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে নির্বাচন কমিশন প্রদত্ত সেচ্ছাসেবকদের দ্বারা তথ্যাবলি সংগ্রহ করা হয়।
ভোটার হালনাগাদ কার্যক্রম সম্পর্কে আতিফ কোচিং একাডেমীর পরিচালক আতিফ স্যারের সাথে কথা বললে তিনি বলেন, "আমাদের একাডেমীতে পোলিও টিকা, শিশুদের ইঞ্জেশন টিকা, মেয়েদের টিটি টিকা, করোনা ভ্যাকসিনেশন, ভোটার হালনাগাদ কর্মসূচি সহ নানাবিধ কার্যক্রম সারা মাস ব্যাপি অনুষ্ঠিত হয়। আমরা সমাজের সাধারণ মানুষের সহজলভ্যতার জন্য এধরনের রাষ্ট্রীয় প্রোগ্রাম গুলো আমাদের এখানে করার সুব্যবস্থা করে থাকি।"
তিনি আরো বলেন, "এ সকল প্রোগ্রাম গুলোতে আমাদের শিক্ষার্থীরা সেচ্ছাসেবক হিসেবে কাজ করে। আমরাও আগ্রহের সাথে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করি।
উল্লেখ্য, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। মোট চারটি ধাপে এই কার্যক্রম চলবে। প্রথম ধাপে কাল থেকে ৯ জুন পর্যন্ত ৬৪ জেলার ১৩৯টি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবার আগামী তিন বছরের মধ্যে যাঁরা ভোটার হওয়ার যোগ্য (১৮ বছর) হবেন, তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। সে হিসাবে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এই হালনাগাদ কার্যক্রমে তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাঁদের জন্ম ১ জানুয়ারি ২০০৫ বা তার আগে তাঁদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা আগামী বছরের ২ মার্চ প্রকাশ করা হবে।
আর যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৬ বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের ২ মার্চ এবং যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২৫ সালের ২ মার্চ।
0 Comments