নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী কদমতলীতে তিনদিন ব্যাপী ইবি জিনিয়াস নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শুক্রবার দুপুরে ই-কমার্সে এক্সপ্রেস বাংলাদেশের সভানেত্রী রুনা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান খান রিপন।
বিশেষ অতিথি ছিলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক হুমায়ূন কবির সাইফুল। কবি আহমেদ স্বাধীন এর সঞ্চালনায় মেলাটি উদ্বোধন করেন মোহাম্মদ বাবুল মিয়া ও পরিচালনায় ছিলেন জহির মুহাম্মদ রুমান দেওয়ান।
মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি ও সংগ্রহিত কুটির শিল্পের নানা রকম পণ্য। জামদানি শাড়ি, চুড়ি, থ্রি পিস, অর্গানিক খাদ্যপণ্য ও প্রসাধনী ছাড়াও অসাধারণ সব সামগ্রী রয়েছে এ মেলায়। জিনিয়াস প্রি ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহযোগিতায় নাসিক ৭ নং ওয়ার্ড কদমতলীর ১০ তলা ভবন সংলগ্ন মাঠে ইবি জিনিয়াস নারী উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দ পেয়েছেন রওশান আরা খানম শিল্পীর রোজার গ্যালারি।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনিয়া বিনতে সুলতানের আনিশা'স ক্রিয়েশন, কেকা নুসরাতুল জান্নাতের শৈল্পিক ছোঁয়া, ফারজানা ইয়াসমিন মার্শিয়ার ফুড হোম, সায়েরা সরকার শান্তার হলুদ ছোয়া, ফিরোজা আক্তারের ফিরোজা ফ্যাশন, সাবরিনা তানিয়ার সাবরিনা ফ্যাশন, সিনহা আক্তারের সিনহা ফ্যাশন হাউজ,তরিক হৃদয় ও অনামিকার স্পন্দন, সৈয়দ জেরিন সুলতানা আনিকার তাহিরা হক প্রকাশন, এস এম খোষনুর কনা ও অদম্য সেলিনা ইসলাম এর লাভ বার্ড ক্যাফে, ইশরাত ইফতির তারার মেলা, মিম্পা শেখের বাঙালিয়ানা বুটিক হাউজ, ডালিয়া জামাল এর মরিয়ম কালেকশন, আফরিন আক্তারের নাজিলাস কিচেন এন্ড ক্যাটারিং ও আয়োজক রুনা আহমেদের হোমমেড দেশীয় পণ্য। নারীদের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছে সিদ্ধিরগঞ্জবাসী।
0 Comments