শহীদুজ্জামান আতিফঃ
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন বা পলিও টিকার আয়োজন করা হয়েছে তল্লার আদর্শ চাষাড়ার বিভিন্ন সমাজ কল্যানমূলক কর্মকান্ডের সাথে জড়িত প্রতিষ্ঠান আতিফ কোচিং একাডেমীতে। প্রতিষ্ঠানের পরিচালক ও জেবি বাংলা নিউজের সম্পাদক জনাব শহীদুজ্জামান আতিফ এবং পরিচালিকা তাসলিমা আক্তার এই আয়োজনে সহকারী হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেছেন।
আজ ১৮ জুন (শনিবার) নাঃগঞ্জের বৃহত্তম তল্লা এলাকার সুপরিচিত এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী সমাজ কল্যানমূলক কর্মকান্ডের সাথে জড়িত প্রতিষ্ঠান 'আতিফ কোচিং একাডেমী'র প্রচেষ্টা এবং উদ্যোগে পুরো মহল্লার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল বা পলিও টিকা খাওয়ানো হয়েছে।
ক্যাম্পেইনে সার্বিক সহযোগীতায় প্রধান দুই পরিচালকের পাশাপাশি ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে কোচিংটিতে পড়ুয়া 'মুক্তিযোদ্ধা স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী' শাকিলা আক্তার ও ভূমিকা, 'আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের' এসএসসি ২০২২ পরীক্ষার্থী মুখলেস এবং সেন্টগ্লোরী মডেল একাডেমীর ১০ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও সামিরা সুলতানা।
উল্লেখ্য, দেশের সব ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে চার দিন পরিচালিত হবে এ ক্যাম্পেইন। নির্ধারিত ইপিআই শিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের আটটি সাব-ব্লকে সপ্তাহের চার কর্মদিবসে নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবে। এছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায়ও ইপিআই কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলমান থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে সারাদেশে মোট ২ কোটি ২০ লাখেরও বেশি শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
0 Comments