২০০১ সালের ১৬ জুন চাষাড়ায় বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ।
এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন (কবির) ১৬ জুন বোমা হামলায় নিহত শহীদ দেলোয়ার হোসেন ভাষনী'র পুত্র ইফতেখার উদ্দিন আদর, ইমতিয়াজ হোসেন আরান, কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বাধন, জিহাদ, রাকিবুল ইসলাম সিহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন (কবির) বলেন ২০০১ সালের ১৬ জুন, চাষাড়া আওয়ামীলীগ অফিসে বাংলাদেশের ইতিহাসের বর্বোরোচিত বোমা হামলা করা হয়। জননেতা এ.কে.এম শামীম ওসমান এমপি মহোদয় আহত হন এবং কোন রকম প্রাণে বেঁচে যান।নিহত হন তৎকালীন ছাত্রনেতা ও নেতাকর্মীগন । আমরা তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি
আজকে ২১ বছর হয়ে গেলো এই নৃশংস ঘটনার এখনো কোনো বিচার পাইনি আমরা। আমরা জানি বাংলাদেশের বিচার কাজে একটু ধীর গতি রয়েছে। আমরা জাতির জনককে হত্যার বিচার পেয়েছি ৩০ বছর পরে। আমরা ধৈর্য ধরে আছি, নিশ্চয়ই একদিন এর ন্যায্য বিচার আমরা পাবো।
0 Comments