প্রথম দিন পদ্মা সেতু পার হয়েছে ৫১ হাজার যানবাহন

 


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন সোমবার সকালে ১৮ ঘণ্টার এই হিসাব জানান। তিনি বলেন, 'রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। রাত ১২টা পর্যন্ত সময়ে মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু পার হয়েছে। দুই প্রান্তের টোল প্লাজায় এসব যানবাহন দুই কোটি ৯ লাখ টাকা টোল দিয়েছে।তাঁর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন। ওই প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। আর জাজিরা প্রান্ত থেকে পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি ঢাকামুখী যানবাহন। সেসব বাহন ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল দিয়েছে। সব মিলিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পার হয়েছে যা থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।'

আবুল হোসেন বলেন, 'কত টোল আদায় হচ্ছে, সেসব বিস্তারিত তথ্য আমরা ওয়েব সাইটে দিয়ে দেওয়ার কথা ভাবছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পদ্মা সেতু উদ্বোধন করার পর রোববার তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।'


সেতু চালুর প্রথম দিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহন নিয়ে ভিড় করেন। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল। এছাড়া ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকও পার হয়ে সেতু দিয়ে। 

উল্লেখ্য, ২৬ জুন (রবিবার) রাত ১০ টার সময়ে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুও হয়। এরপর অতিরিক্ত চাপ এবং ঝুঁকি বিবেচনায় সোমবার সকাল থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সেতু কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments