সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
শনিবার (২ জুলাই) সকাল এগারোটায় জামালপুর শহরে ১শ ৫৩ কোটি টাকা ব্যায়ে হাইটেক পার্কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হচ্ছে হাইটেক পার্ক। এই হাইটেক পার্ক হচ্ছে তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড। সজীব ওয়াজেদ জয়ের তারুণ্যদীপ্ত নেতৃত্বের কারণেই মাত্র তেরো বছরেই ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তবতা।
মন্ত্রী আরও বলেন, যাতে কোন তরুণকে ঢাকামুখী হতে না হয়, কাউকে বিদেশমুখী হতে না হয় এবং শুধুমাত্র সনদনির্ভর শিক্ষায় শিক্ষিত না হয়ে তারা যেন প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে তার জন্যই এই ডিজিটাল পার্ক। সারা বাংলাদেশে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।
সাড়ে চার হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্রে হাইস্পিড ইন্টারনেট যুক্ত হয়েছে। তিনি আরও জানান, ৬৪টি শেখ কামাল আইটি পার্ক, ১২টি হাইটেক পার্কসহ ৯২টি আইটি পার্ক তৈরি হচ্ছে সারা বাংলাদেশে।
ষষ্ঠ শ্রেণি থেকে তথ্য প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করার সুফল হিসেবে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তৈরি হয়েছে।
এসব হাইটেক পার্কে প্রতিবছর তিন হাজার তরুন তরুণীর কর্মসংস্থান তৈরি হবে এবং সরাসরি প্রতিবছর এক হাজার তরুন তরুণী প্রশিক্ষণ নিবে। হাইটেক পার্কের পুরো ডিজাইন সজীব ওয়াজেদ জয় করে দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের আগামী দিনে ২০৪১ সালে যে জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও বুদ্ধিদীপ্ত স্মার্ট বাংলাদেশ হবে তার মূল অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে কাজ করবে এইসব হাইটেক পার্ক।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানুসহ সিনিয়র নেতৃবৃন্দ। পরে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে আইটি/ হাইটেক পার্ক সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
0 Comments